
সঞ্জীব সরকার
মূল্যহীন সকল অনুভূতি।
ভাবাবেগে আসে যা,
কার্যত অর্থহীন তা।
চিন্তা শক্তিও আজ অবরুদ্ধ,
কোন ভাবনাই হয় না তো শুদ্ধ।
অতি আপনজন যারা,
তারাও হয়েছে ছন্নছাড়া।
কথা ও কাজে মিল নাই তাদের,
এমন ভাবটা করে-যেন চেনেনা মোদের।
চারিদিকে শত্রুর আনাগোনা,,
কে আপন কে পর যেন কাউকে চেনে না।
হিংসায় ভরা জগত সংসার,
কেউ নিতে চায় না কারো দোষের ভার।
সমাজে নিজের মূল্য খোঁজে,
নিজেকে নিজে নাহি বোঝে।
মূল্য তার নাই সমাজে,
একথা সে কখনো না বুঝে।
পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর যার,
সেই দৈনন্দিন হয় অবিচারের শিকার।