
২০২৬ সালের অমর একুশে বইমেলা আগামী ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের পর এই সময়েই মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সঙ্গে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)–এর নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত বৈঠকে বাপুসের প্রতিনিধিরা মেলার সম্ভাব্য কয়েকটি সময় প্রস্তাব করেন। বৈঠকে রাষ্ট্রের নিরাপত্তাবিষয়ক সংস্থার পরামর্শ বিবেচনা করে ফেব্রুয়ারি মাসকেই মেলার জন্য সবচেয়ে বাস্তবসম্মত সময় হিসেবে নির্ধারণ করা হয়।

অধ্যাপক মোহাম্মদ আজম জানান, জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারিত হলে বইমেলার তারিখও ঘোষণা করা হবে। বাংলা একাডেমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
এর আগে ২০২৬ সালের অমর একুশে বইমেলা ২০২৫ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন-পরবর্তী সময়ে মেলা আয়োজনের নির্দেশ দেয়, ফলে ডিসেম্বরের মেলা স্থগিত করা হয়। পরে লেখক, প্রকাশক, কবি ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা ফেব্রুয়ারিতেই মেলা আয়োজনের দাবি জানিয়ে আসছিলেন।
উল্লেখ্য, করোনা মহামারির কারণে ২০২১ সালে বইমেলা অনুষ্ঠিত হয় মার্চ মাসে, আর ২০২২ সালে ১৫ ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত চলে মেলা। এর আগে ১৯৮৩ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় একবার অমর একুশে বইমেলা বন্ধ ছিল।