
মোঃ রফিকুল ইসলাম
কৃষিপণ্য সবার জন্য চর্চা করি নিজে
পুরোদমে পরিশ্রমে সকাল সন্ধ্যা সাঁঝে!
কাজের ফাঁকে মিষ্টি লাগে কাব্যকথার মালা
লক্ষীসোনা চাঁদের কনা হাতে সোনার বালা!
বেচাকেনা আর করোনা সূর্য নামে পাটে
মেঘের রাজা দিবে সাঁজা কাঁদায় রাস্তাঘাটে!
বাড়ি ফেরা হবে সাড়া মেঘের ডাকাডাকি
সন্ধ্যা তাঁরা শ্রাবন ধারা আপনজনের আঁখি!