রবিবার, সকাল ৯:২৯, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার, সকাল ৯:২৯, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আমীর খসরু: বর্তমান সংবিধানে গণভোটের বিধান নেই

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান বা সুযোগ নেই। রোববার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রাইম রিপোর্টার্স মিলনায়তনে এক গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, “বর্তমান সংবিধানের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সংবিধানে গণভোটের কোনো প্রভিশন বা অপশন নেই। তাই আমাদের সংবিধান অনুযায়ী চলতেই হবে।”

তিনি আরও বলেন, “গণভোট সংসদের মাধ্যমে কোনো প্রস্তাব বা আইন পাস হওয়ার পরেই হতে পারে। সংসদে অনুমোদনের আগে কিংবা নির্বাচনের দিন গণভোট আয়োজনের সুযোগ সংবিধান দেয় না।”

বিএনপি নেতা জানান, “তারপরও দেশে রাজনৈতিক সহনশীলতা ও স্থিতিশীলতা বজায় রাখতে, সংঘাত ও বিশৃঙ্খলা এড়াতে বিএনপি উদারভাবে নির্বাচনের দিন গণভোটে সম্মত হয়েছে। এটি বিএনপির উদারতারই প্রতিফলন।”

তিনি বলেন, “মানুষ এখন মুক্তি চায় নির্বাচনের মাধ্যমে। বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে পারিবারিক সিদ্ধান্ত—সব কিছুই এখন নির্বাচনের পরের অপেক্ষায় স্থগিত হয়ে আছে।”

আমীর খসরু প্রশ্ন তোলেন, “একটি দেশ কি এভাবে চলতে পারে? যারা নির্বাচন বিলম্বিত বা বাধাগ্রস্ত করতে চায়, তারা কি সত্যিই গণতন্ত্রের পক্ষে, নাকি অন্য কোনো উদ্দেশ্যে মাঠে নেমেছে?”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহীন আবদুল বারী। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, যুবদল দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামসহ অন্য নেতারাও বক্তব্য দেন।
এসময় লেখক মোহাম্মদ ফয়েজ উদ্দিনের গ্রন্থ ‘আগামীর উন্নত জাতি গঠনের দিকনির্দেশনামূলক সুপারিশ’ প্রকাশিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top