
দশম গ্রেডসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এর ফলে সারা দেশের প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস কার্যত বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছে সরকার।
রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমাদের দাবিগুলো বাস্তবায়ন ও শাহবাগে পুলিশের হামলার প্রতিবাদে আজ সারাদেশে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছি। একই সঙ্গে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে।”
এর আগে শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপে বহু শিক্ষক আহত হন।