
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন জাতীয় নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি দলটি ৩০০টি আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
তিনি বলেন, “আমরা শাপলা কলি প্রতীক নিচ্ছি। নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারী আচরণ সত্ত্বেও বৃহত্তর রাজনৈতিক স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন প্রতীক নিয়ে সময় নষ্ট করলে নির্বাচনী প্রক্রিয়ায় পিছিয়ে পড়ব।”
নাসীরুদ্দীন জানান, ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে ইতিবাচক সাড়া পেয়েছে এনসিপি। তার ভাষায়, “শাপলার সঙ্গে কলিও যুক্ত হওয়ায় এটি আরও অর্থবহ হয়েছে। জনগণের কাছ থেকেও আমরা ভালো প্রতিক্রিয়া পেয়েছি।”
তিনি আরও বলেন, এনসিপি সারাদেশে প্রার্থী দেবে এবং আগ্রহী যে কেউ দলের মনোনয়ন চাইলে তা বিবেচনা করা হবে। পাশাপাশি নির্বাচন কমিশনকে দ্রুত দলের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
এ সময় এনসিপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ও পলিসি অ্যান্ড রিসার্চ লিড খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।
নির্বাচন কমিশনকে ‘ইঞ্জিনিয়ারিং কমিশন’ আখ্যা দিয়ে নাসীরুদ্দীন বলেন, “কমিশনের কার্যক্রমে এখনো নিরপেক্ষতার অভাব আছে। তবু আমরা লড়াই চালিয়ে যাচ্ছি।”
তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দলে চাঁদাবাজি ও ফ্যাসিবাদী প্রবণতা বেড়েছে, যাদের সঙ্গে এনসিপি কোনোভাবেই একাত্ম হবে না।